About Us

১০২১ সালে ইরাকের বিজ্ঞানী ইবন-আল-হাইতাম আলোক বিজ্ঞানের ওপর সাত খণ্ডের একটি বই লিখেছিলেন আরবি ভাষায়, এর নাম ছিল কিতাব আল মানাজির। সেখান থেকে ক্যামেরা উদ্ভাবনের প্রথম সূত্রপাত।

১৮৮৯ সালে প্রথম ক্যামেরা ব্র্যান্ড ‘কোডাক’ বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হয়। সেবার টাইটেলে লেখা ছিল- ‘ এখন থেকে ক্লিক আপনাদের আর আমাদের বিশ্রাম।’

২০২১ সাল। নতুন যুগ। নতুন যুগে আপনার প্রতিটি ক্লিক, প্রতিটি স্মৃতি মুহুর্তেই প্রিন্ট করা যায়। 

যখন যেখানে থাকবেন, ঠিক সেখান থেকে ডিজিটাল ডিভাইস-কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল এর মাধ্যমে ছবির নানা রকম নকশা করে প্রিন্ট করা যাচ্ছে।  নিজের ছবি দিয়ে এখন তৈরি করা যায় ফটো বুক, ফটো প্রিন্ট, ক্যালেন্ডার, মগ ও টি-শার্টসহ নানা উপকরণ। 

প্রিয়জনের জন্মদিন, বিয়ে বার্ষিকী, ভ্রমণ, জীবনের যে কোন আনন্দ আয়োজনের প্রতিটি ক্লিক, প্রতিটি মুহূর্ত ধরে রাখার জন্য কত চেষ্টা, কত আয়োজন এখন চলছে।

আপনার জীবনের মধুর স্মৃতি ধরে রাখার জন্য আপনার যে চেষ্টা, সে চেষ্টাকে আরেকটু বর্ণিল করার জন্য আমাদের এই আয়োজন। পিক্সমেলায় আমরা তুলে ধরতে চাই ফটোগ্রাফির আদ্যোপান্ত।  জীবনের এই নতুন আয়োজনে আমাদের সাথে থাকবেন। জানাবেন আপনার অভিমত।